অষ্টক সংকোচন ও প্রসারণ কাকে বলে। উদাহরণ সহ

অষ্টক সংকোচন ও প্রসারণ কাকে বলে। উদাহরণ সহ
অষ্টক সম্প্রসারণঃ
যে সমস্ত মৌলের সমযোজী সংখ্যা চার তাদের ক্ষেত্রে অক্টেট নিয়ম পুরোপুরি প্রযোজ্য। কিন্তু কিছু সংখ্যক যৌগ আছে যাদের কেন্দ্রীয় পরমাণুর ৫টি অথবা ৬টি সহ যোজনী রয়েছে। এই আচরণ পর্যায় সারণীর তৃতীয় পর্যায় এবং পরবর্তী পর্যায়ের মৌলের ক্ষেত্রে দেখা যায়। কিন্তু কোন ক্রমেই ২য় পর্যায়ের মৌলের ক্ষেত্রে দেখা যায় না।
যেমন- PCl5 গঠনে P পরমাণুর যোজ্যতা স্তরে ১০টি বা SF6 গঠনে S পরমাণুর বহিস্তরে ১২টি ইলেক্ট্রন অর্জিত হয়। একইভাবে ClF3, IF5 বা IF7 ইত্যাদি ক্ষেত্রে অষ্টক সম্প্রসারণ দেখা যায়।
একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যা অষ্টক নিয়মের ব্যতিক্রমী? - Quora
অষ্টক সংকোচনঃ
অণু গঠনকালে কেন্দ্রীয় মৌলের e সংখ্যা ৮ এর কম হলে তা অষ্টক সংকোচন যৌগ।যেমন- BeCl2
BF3 সমযোজী নাকি আয়নিক ব্যাখ্যা কর - awesomeBiochem