রাশি কাকে বলে? রাশি কতো প্রকার ও কি কি?

প্রশ্নঃ রাশি কাকে বলে?
উত্তরঃ
রাশি (Quantities):
এই ভৌত জগতে যা কিছু পরিমাপ (Countable) যোগ্য অর্থাৎ যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলা হয়।
প্রশ্নঃ রাশি কতো প্রকার ও কি কি?
উত্তরঃ রাশিকে দুই প্রকার।
যথাঃ
১। মৌলিক রাশি(Fundamental Quantities)
২। লব্ধি রাশি (Derived Quantities)
পরিমাপের এককঃ
যে আদর্শ পরিমাপের সাথে তুলনা করে ভৌত রাশিকে পরিমাপ করা হয় তাকে পরিমাপের একক বলে।
১। মৌলিক রাশিঃ
যে সকল রাশি স্বাধীন অর্থাৎ যে সকল রাশি অন্য কোন রাশির উপর নির্ভর করে না বরং অন্যান্য রাশি এদের উপর নির্ভর করে তাদেরকে মৌলিক রাশি বলে।
যেমনঃ
দৈঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন ক্ষমতা ও পদার্থের পরিমান।
এককঃ
মৌলিক রাশির একক কে মৌলিক একক বলে।
২। লব্ধি রাশিঃ
যে সব রাশি স্বাধীন না অর্থাৎ যে সব রাশি অন্য কোন রাশির উপর নির্ভর করে এবং এদের বিশ্লেষন করলে মৌলিক রাশি পাওয়া যায় তাদেরকে লব্ধি রাশি বলে।
যেমনঃ
বেগ, বল, ত্বরণ , বিভব ইত্যাদি।
বল= ভর X ত্বরণ
এককঃ
যে সব একক মৌলিক একক থেকে বা মৌলিক একক যোগে লাভ করা যায় তাদের কে লব্ধি একক বলে।