রাসায়নিক বিক্রিয়ার হার কোন কোন বিষয়ের উপর নির্ভর করে?

কোন রাসায়নিক বিক্রিয়া যে গতিতে সংঘটিত হয় তাকে বিক্রিয়ার হার বা বিক্রিয়ার গতি বলা হয়। বিক্রিয়ার হারকে প্রতি একক সময়ে একটি উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি এবং প্রতি একক সময়ে একটি বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাসের সমানুপাতিক হিসেবে সংজ্ঞায়িত করা হয়।
কোনো রাসায়নিক বিক্রিয়ার হার নিম্নোক্ত বিষয়ের ওপর নির্ভর করে।
১) বিক্রিয়ক গুলির গাড়ত্ব
২) বিক্রিয়ক গুলির প্রকৃতি
৩) কঠিন বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফল
৪) সিস্টেমের উষ্ণতা
৫) অনুঘটকের উপস্থিতি।