সকল খনিজ আকরিক নয় কেন?

খনিজঃ ভূপৃষ্ঠে বা ভূগর্ভে কোন কোন শিলা স্তুপে প্রচুর পরিমাণে যৌগ অথবা মুক্ত মৌল হিসাবে মূল্যবান ধাতু বা অধাতু পাওয়া যায়। এগুলোই খনিজ।
আকরিকঃ যে সব খনিজ পদার্থ থেকে লাভজনকভাবে ধাতু নিষ্কাশন করা যায় সেসব খনিজকে আকরিক বলে।
আগে মনে করা হতো, খনিজ পদার্থ গুলি শুধুমাত্র ভূ-অভ্যন্তরে পাওয়া যায়। তবে বর্তমানে ভূপৃষ্ঠেও খনিজ পদার্থ পাওয়া যায়। যেমনঃ সিলেটের বিজয়পুরে ভূপৃষ্ঠে চীনামাটির পাহাড় রয়েছে। খনিজ গুলোকে ভূ-অভ্যন্তর থেকে সংগ্রহ করা হয়। তবে সকল খনিজই আকরিক নয়, কারণ সকল খনিজ থেকে লাভজনকভাবে ধাতু নিষ্কাশন করা যায় না। শুধুমাত্র যে সব খনিজ থেকে লাভজনকভাবে ধাতু নিষ্কাশন করা যায় তাদেরকে আকরিক বলে। অর্থাৎ বলা যায় সকল খনিজ আকরিক নয়।
যে সকল খনিজ থেকে লাভজনক ভাবে ধাতু বা অধাতুকে সংগ্রহ বা নিষ্কাশন করা যায় শুধু তাদেরকে আকরিক বলে । কিন্তু নেত্রকোনায় কেউলিন বা সাদামাটি পাওয়া যায় তাকে আকরিক বলা যায়না কারন সেটা খনিজ। আবার কাদামাটি থেকে লাভজনক ভাবে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা যায়না তাই কাদামাটি অ্যালুমিনিয়ামের খনিজ কিন্তু আকরিক নয়।তাই বলা যায় সকল খনিজই আকরিক নয়।