এই ভিডিওতে আলোচনা করা হয়েছে নিম্নোক্ত বিষয়গুলোঃ
১। রাসায়নিক বিক্রিয়া কাকে বলে তা আলোচনা করা হয়েছে।
২। রাসায়নিক বিক্রিয়ায় তাপশক্তির রূপান্তর ব্যাখ্যা করতে পারবো।
৩। তাপ উৎপাদী ও তাপহারী বিক্রিয়া ব্যাখ্যা করতে পারবো।
৪। খাবার সোডা ও লেবুর রসের বিক্রিয়া সম্পর্কে জানবো (সাইট্রিক এসিড যা বেকিং সোডার সাথে বিক্রিয়া করে সোডিয়াম সাইট্রেট, কার্বন ডাইঅক্সাইড গ্যাস ও পানি তৈরি করে)
৫। চুন ও ভিনেগারের রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে জানবো।
৬। চুনের পানির সাথে ভিনেগারের বিক্রিয়া পর্যবেক্ষণ করবো।
৭। প্রশমন বিক্রিয়া (Neutralization reaction) কাকে বলে তা জানবো।
৮। লাইম ওয়াটার সম্পর্কে জানবো।
৯। রাসায়নিক শক্তি থেকে তাপশক্তি ও আলোক শক্তির রূপান্তর প্রক্রিয়া জানবো।