003. Exception in Squaring Fractions | ফাংশনের বর্গের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম ঘটনা

এই ভিডিওতে ফাংশনের বর্গের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম ঘটনা দেখানো হয়েছে। সাধারণত কোন সংখ্যা বা ভগ্নাংশকে বর্গ করলে তা বৃদ্ধি পায় কিন্তু কোন কোন ক্ষেত্রে বর্গ করার পরেও তা হ্রাস পায়। এই ভিডিওতে এরকম কিছু ব্যতিক্রম ব্যাপার দেখান হয়েছে।